Aj Banglay: বাঁকুড়ার কোতুলপুরে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে গাছ থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ
বাংলায় জেনে বা না জেনে একটু কাটমানি খেয়ে ফেললেও, অ্যাকশন নিই। পিএম কেয়ারের নামে লক্ষ লক্ষ কোটি টাকার হিসেব কেউ পায় না। অডিট হয় না, হিসেবের মধ্যেও থাকে না, একবারও কেউ প্রশ্ন করে। ৩ হাজার কোটি দিয়ে নতুন করে বাড়ি, টাকা কোথা থেকে আসছে? ১১০০ কোটি দিয়ে বিজেপির পার্টি অফিস বানায়, তখন কেউ প্রশ্ন করে না। আসানসোলের সভা থেকে কাটমানি নিয়ে পাল্টা আক্রমণে মমতা।
বাঁকুড়ার কোতুলপুরে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে গাছ থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। মৃত ব্যক্তিকে নিজেদের দলীয় কর্মী দাবি করে বাগযুদ্ধে জড়িয়েছে বিজেপি আর তৃণমূল। খুনের অভিযোগ তুলে শুরু হয়েছে বিক্ষোভ। পুলিশ সূত্রে দাবি, আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি।
অ্যাপ বানিয়ে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক টিভি চ্যানেল অবৈধভাবে সম্প্রচার করার অভিযোগ। আলিপুরদুয়ারের বারোবিশা থেকে গ্রেফতার যুবক। আলিপুরদুয়ার জেলা সাইবার ক্রাইমে একটি জাতীয় টিভি চ্যানেলের তরফে অভিযোগ করা হয়। সংস্থার অভিযোগ, প্রায় দু’মাস ধরে তাঁদের বিভিন্ন চ্যানেলের লিঙ্ক হ্যাক করে একটি অ্যাপে দেখানো হচ্ছে। পাকিস্তানের একাধিক চ্যানেলও অবৈধভাবে ওই অ্যাপে দেখানো হচ্ছে। এর জন্য গ্রাহকদের থেকে নেওয়া হচ্ছে ২৫ টাকা করে সাবস্ক্রিপশন ফি। এর ফলে তাঁদের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করে ওই সংস্থা। অভিযোগ পেয়ে তদন্তে নামে আলিপুরদুয়ার পুলিশ। IP অ্যাডরেসের সূত্র ধরে, আলিপুরদুয়ারের বারোবিশা থেকে গ্রেফতার করা হয় সুদীপ সূত্রধরকে।