Aj Banglay: ফের বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নন্দীগ্রাম থেকে আলিপুরদুয়ার, রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে কী কাজ? কেন্দ্রীয় প্রতিনিধিদল আসার আগে রাত পর্যন্ত পঞ্চায়েত অফিসে কী কাজ? রবিবার রাতেও আলিপুরদুয়ারের ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে কর্মীদের ভিড়। নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতেও রাতে কীসের কাজ? প্রতিবাদে বিক্ষোভ।
ফের বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বাইশে শ্রাবণ, উপাসনাগৃহে, রবি-স্মরণ অনুষ্ঠানে দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে নাম না করে পার্থ-অর্পিতা কাণ্ড টেনে আনার অভিযোগ উঠেছে বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ভিডিও-য় নিজের বক্তব্যের পক্ষে সাফাই দিতে শোনা গিয়েছে উপাচার্যকে।
বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জয়ের পর কলকাতায় ফিরলেন হাওড়ার পাঁচলার দেউলপুরের তরুণ অচিন্ত্য শিউলি। ভারোত্তোলনে পুরুষদের ৭৩ কেজি বিভাগে সোনা জিতলেন হাওড়ার পাঁচলার দেউলপুরের অচিন্ত্য শিউলি। সোনালি সাফল্যের নেপথ্যে রয়েছে হার না মানা লড়াই।