Akhil Giri: 'বন দফতরের জমি জবরদখল করা হচ্ছিল', বললেন রেঞ্জ অফিসার মনীষা সাউ। ABP Ananda Live

TMC News: ফের বিতর্কে কারামন্ত্রী, এবার মহিলা রেঞ্জ অফিসারকেই শাসানি! মহিলা রেঞ্জ অফিসারকে লাঠি দিয়ে পেটানোর হুমকি খোদ কারামন্ত্রীর! তাজপুরে উচ্ছেদ অভিযান, মহিলা অফিসারকে কারামন্ত্রীর হুমকি! 'আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন। এরপর এলে এলাকা থেকে ফিরতে পারবেন না', প্রকাশ্যে কাঁথির মহিলা রেঞ্জ অফিসারকে অখিল গিরির হুমকি! 'মিলেমিশে না চললে আপনার আয়ু বড়জোর ৭-৮ দিন। আপনি আমায় চেনেন না, দেখে মনে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এসেছেন। আপনি এখানে থাকতে পারবেন না, ওরা থাকে, এক সপ্তাহে দেখুন কী হয়। এর ভিতরে যদি আপনি আসেন, আর ফিরে যেতে পারবেন না'। বেয়াদপ বলে মহিলা রেঞ্জ অফিসারকে কুরুচিকর ভাষায় আক্রমণে খোদ কারামন্ত্রী।  উচ্ছেদ অভিযানে বাধা, মহিলা বিট অফিসারকে হুমকি কারামন্ত্রীর!  'গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত', অখিল প্রসঙ্গে মন্তব্য মলয় মুখোপাধ্যায়ের। 'বন দফতরের জমি জবরদখল করা হচ্ছিল', বললেন রেঞ্জ অফিসার মনীষা সাউ।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola