Rain: ঘূর্ণাবর্তের দোসর গভীর নিম্নচাপ, ডিভিসি জল ছাড়ায় ফের বন্যার আশঙ্কা | ABP Ananda Live

ABP Ananda Live: ঘূর্ণাবর্তের দোসর গভীর নিম্নচাপ। একইসঙ্গে কাল থেকে শুরু হচ্ছে অমাবস্যার কটাল। ফলে প্লাবন ও ভাঙনের আশঙ্কা বাড়িয়েছে সুন্দরবনবাসীর। নামখানা থানার তরফে আজ থেকেই মাইকে সতর্কতামূলক প্রচার শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ। সুন্দরবনজুড়ে দিনভর দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে। নামখানা, কাকদ্বীপ এলাকায় বাড়ির মধ্যে জল ঢুকেছে। বইছে ঝোড়ো হাওয়া। মোটরবোট ও লঞ্চে যাত্রী পরিবহণে কড়া নজরদারি চালানো হচ্ছে। এর মধ্যেই আগামীকাল কটাল, নদীগুলিতে জলস্তর বাড়ার সম্ভাবনা। সুন্দরবনের দুর্বল বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। দুর্যোগের কারণে বন্ধ রয়েছে বাঁধ মেরামতির কাজ। ত্রাণ মজুত করার পাশাপাশি, স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। 

বৃষ্টির মধ্যেই ধাপে ধাপে বাড়ানো হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ। সকালে ছাড়া হয়েছে প্রায় সত্তর হাজার কিউসেক জল। গতকাল মাইথন এবং পঞ্চায়েত থেকে ছাড়া হয়েছে প্রায় ১২ হাজার কিউসেক জল। ডিভিসি জল ছাড়ায় ফের বন্যার আশঙ্কা দেখা দিতে পারে। সেচের জন্য গ্রীষ্মে প্রয়োজনীয় জল চাইলে পাওয়া যায় না। কিন্তু ঝাড়খণ্ডে বর্ষা হলেই জল ছেড়ে পশ্চিমবঙ্গকে ভাসিয়ে দেওয়া হয়। ডিভিসি থেকে জল ছাড়া নিয়ে প্রতিক্রিয়া নবান্নর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola