Akhil Giri: তাজপুরে জবরদখলমুক্ত করতে গিয়ে কারামন্ত্রীর রোষে মহিলা রেঞ্জ অফিসার | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'এর ভিতরে যদি আপনি আসেন, আর ফিরে যেতে পারবেন না'। সমুদ্র সৈকত দখলমুক্ত করতে যাওয়ায় দলবল নিয়ে চড়াও! কারামন্ত্রীর শাসানির মুখেও অনড় মহিলা রেঞ্চ অফিসার। 
শাসকের শাসন, অনড় অফিসার! 

এবিপি আনন্দের খবরের জের। অ্যাম্বুল্যান্সে করেই বাড়ি ফিরল নবজাতক ও মা। কাটোয়ায় জলজমা রাস্তায় ৩ দিনের সদ্যোজাত এবং তার মাকে নামিয়ে দিয়েছিল অ্যাম্বুল্যান্স। এবিপি আনন্দের তরফে ঘটনাটি জানানো হয় কাটোয়া হাসপাতালের সুপারকে। যোগাযোগ করা হয় নতুন অ্যাম্বুল্যান্সের সঙ্গেও, যাতে দ্রুত ওই মা এবং শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। এরপরেই তৎপর হয় কাটোয়া হাসপাতাল। দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছয় ওই মা এবং নবজাতকের কাছে। শেষ পর্যন্ত সুস্থভাবে অ্যাম্বুল্যান্সে চড়েই বাড়িতে পৌঁছে গিয়েছেন মা ও তাঁর ৩ দিনের শিশু। কাটোয়া হাসপাতালের সুপার জানিয়েছেন, অ্যাম্বুল্যান্স চালককে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত হবে। প্রয়োজনীয় মিটিং করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে। অন্যদিকে ইতিমধ্যেই অ্যাম্বুল্যান্সের যিনি মালিক, মাতৃযানের টেন্ডার নিয়েছিলেন, তাঁকেও শোকজ করা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram