Recruitment Scam: কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি-মামলায় সিবিআইকে ভর্ৎসনা আলিপুর বিশেষ সিবিআই আদালতের
Recruitment Scam: কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি-মামলায় সিবিআইকে ভর্ৎসনা করলেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। সিবিআই এক্ষেত্রে আদালতের নির্দেশ অগ্রাহ্য করছে, যা কাম্য নয় বলেও নির্দেশনামায় জানিয়েছেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। এর আগে আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় নির্দেশ দেন, এই মামলায় যৌথভাবে তদন্ত করবেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার। সূত্রের খবর, আদালতের নির্দেশ সত্ত্বেও বিতর্কিত চিঠি-মামলায় সিবিআই কুন্তল ঘোষ ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে কোনও উদ্যোগ নিচ্ছে না বলে বিচারককে চিঠি লিখে অভিযোগ জানান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার। তার প্রেক্ষিতেই সিবিআইকে ভর্ৎসনা করেন বিচারক। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ সিবিআইয়ের ডিআইজি জয়দেবন ও ইডি-র এক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করেন যে, জোর করে তাঁকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা হচ্ছে। ABP Ananda LIVE