Alipurduar: সিভিক ভলান্টিয়ারদের বেতন চুরির অভিযোগ, গ্রেফতার কীর্তিমান কনস্টেবল

Continues below advertisement

বীরভূমের পর আলিপুরদুয়ার, খোঁজ মিলল আরও এক কীর্তিমান কনস্টেবলের। সিভিক ভলান্টিয়ারদের বেতন চুরির অভিযোগে এক পুলিশ কর্মী গ্রেফতার। খোদ এসপি-র অফিসে বসেই অ্যাবসেন্ট সিভিক ভলান্টিয়ারদের প্রেজেন্ট বলে দেখানোর অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে। এই কাজ করে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ কনস্টেবল দীপঙ্কর সরকারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, এসপি অফিসের পে সেকশনে কর্মরত ছিলেন ওই কনস্টেবল অভিযোগ,গত ৪-৫ বছর ধরে অনুপস্থিত সিভিক ভলান্টিয়ারদের উপস্থিত দেখাচ্ছেন ওই কনস্টেবল। সেই টাকা কনস্টেবল দীপঙ্কর জমা করেছেন নিজের ও তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টে। ধৃতের বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতি দমন আইনের ধারায় মামলা রুজু হয়েছে  । 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram