Alipurduar : ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জের, জয়গাঁও শহরে ঝর্নাবস্তির রাস্তায় ধস; বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা
Continues below advertisement
ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জের। হাসিমারা ঝোড়ায় জলোচ্ছ্বাসে আলিপুরদুয়ারের জয়গাঁও শহরে ঝর্নাবস্তির রাস্তায় ধস। জয়গাঁওয়ের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন। আজ ভোরে হাসিমারা ঝোড়ায় জল উপছে ভেসে যায় আশপাশের এলাকা। স্থানীয়দের আশঙ্কা, নদীগর্ভে তলিয়ে যেতে পারে ঝর্নাবস্তি সংলগ্ন একাধিক বাড়ি। ঘটনাস্থলে ব্লক প্রশাসনের আধিকারিক। রাস্তা মেরামতির তোড়জোড় চলছে।
Continues below advertisement
Tags :
Landslide Alipurduar Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Jaigaon