Alipurduar: বাড়ির উঠোনে পড়ছিল তিন ভাই, হঠাৎ চিতার হানা!

Continues below advertisement

আলিপুরদুয়ারের ফালাকাটায় চিতাবাঘের হানায় জখম হয়েছে একই পরিবারের তিন বালক। গতকাল রাতে দলগাঁও বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। বাড়ির উঠোনে বসে পড়ছিল তিন ভাই। তখনই হানা দেয় চিতাবাঘটি, আহত ৩ বালককে ভর্তি করা হয়েছে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। এরপরই এলাকায় খাঁচা পাতার উদ্যোগ নিয়েছে বন দফতর, টহল দিচ্ছেন বন কর্মীরাও। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram