Contai case : কাঁথিতে তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, মামলা হাইকোর্টে

Continues below advertisement

কাঁথিতে(Contai) নাবালিকাকে ধর্ষণের(Minor rape)অভিযোগ, নির্যাতিতা ও তার মাকে নিরাপত্তা(security) দেওয়ার নির্দেশ। কাঁথিতে তৃণমূল ছাত্র নেতার(TMC Student leader) বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের (rape) অভিযোগে হাইকোর্টে(High Court)) মামলা । অভিযুক্তের কাছ থেকে বিতর্কিত ফুটেজ(Footage), মোবাইল ফোন(mobile phonr) বাজেয়াপ্তের(sized) নির্দেশ। কাঁথিতে নাবালিকাকে ধর্ষণের মামলায় নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার(Rajasekher Mantha))। 'জবানবন্দিতে এমন বিষয়ের উল্লেখ, মনে হচ্ছে অভিযুক্ত ও তার বাবাকে এখনই গ্রেফতার করা প্রয়োজন'।'যে লজে(Laudge) ধর্ষণের ঘটনা ঘটেছে, সেখানের ম্যানেজার গ্রেফতার, কিন্তু সিসি ফুটেজ নেই?'। 'ম্যানেজার গ্রেফতার, অথচ লজের ফুটেজ পাওয়া যায়নি, এটা বিশ্বাসযোগ্য?'। তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, দিঘায়(Digha) ডেকে ধর্ষণের অভিযোগ। ভিডিও ডিলিটের নামে দিঘার (Digha) হোটেলে ডেকে ধর্ষণের(rape) অভিযোগে মামলা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram