Midday Meal : ৬ মাসে ১০০ কোটির গরমিলের অভিযোগ ! মিড ডে মিল নিয়ে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য

Continues below advertisement

মিড ডে মিল নিয়ে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য। শিক্ষামন্ত্রকের জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে বিস্ফোরক তথ্য। গতবছর ৬ মাসেই অন্তত ১০০ কোটি টাকা গরমিলের অভিযোগ। 'গতবছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৬ কোটি প্লেট মিড ডে মিল বেশি দেখানো হয়েছে। ১৬ কোটি প্লেট বাবদ অন্তত ১০০ কোটি টাকা খরচ বেশি দেখানো হয়েছে মিড ডে মিল প্রকল্পে'
কেন্দ্রীয় সরকারকে পেশ করা রিপোর্টে দাবি শিক্ষামন্ত্রকের প্যানেলের। গতবছর প্রথম ৬ মাসে রাজ্যের তরফে ১৪০ কোটি ২৫ লক্ষ মিড ডে মিলের রিপোর্ট পেশ করা হয়। কিন্তু স্থানীয় প্রশাসনের রিপোর্টে ১২৪ কোটি ২২ লক্ষ মিড ডে মিলের উল্লেখ'। ১৬ কোটি প্লেট  মিড ডে মিল বেশি রিপোর্টের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। পিএম পোষণ প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্তে প্যানেল তৈরি করে শিক্ষামন্ত্রক। 'যে যে স্কুলে পরিদর্শন, তার মধ্যে ৭০ শতাংশ স্কুলে নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম চাল। যে যে স্কুলে পরিদর্শন, তার মধ্যে ৬০ শতাংশ স্কুলে নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম ডাল। যে যে স্কুলে পরিদর্শন, তার মধ্যে ৪৭ শতাংশ স্কুলে নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম তেল', স্কুলে পরিদর্শন, তার মধ্যে ২৭ শতাংশ স্কুলে নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম সব্জি দেওয়ার অভিযোগ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram