ED Raid: বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ! ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: একশো দিনের কাজে (100 Days Work) দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়িতেও চলছে ED-র তল্লাশি-অভিযান। বেলডাঙা ১ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক ছিলেন রথীন দে। অভিযোগ ওঠে, একশো দিনের কাজের প্রায় চার কোটি টাকা তিনি নিজের ও তাঁর বোনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন। সরকারি তদন্তে তা প্রমাণিত হয়। সাসপেন্ড হয়ে যান পঞ্চায়েত কর্মী। এরপরই তিনি বেপাত্তা হয়ে যান। টাকা উদ্ধার হয়নি। এর মাঝেই এলাকায় ফিরে আসেন বহিষ্কৃত পঞ্চায়েত কর্মী। এদিন তাঁর বাড়িতেই হানা দিয়েছে ED। ABP Ananda Live
Continues below advertisement