Insurance Fraud: বেসরকারি বিমা সংস্থার পেনশন স্কিমে বাড়তি টাকার টোপ, আর্থিক প্রতারণার অভিযোগ
Continues below advertisement
বেসরকারি বিমা সংস্থার পেনশন স্কিমে বাড়তি টাকা পাওয়ার টোপ দিয়ে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিককে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল। চলতি বছরের জুলাই মাস থেকে ১৬ দফায় ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। কেন্দ্রীয় রেশম পর্ষদের প্রাক্তন যুগ্ম অধিকর্তা প্রবীর মিত্রর দাবি, ২০১১ সালে তিনি বেসরকারি বিমা সংস্থার পেনশন স্কিমে বিনিয়োগ করার ৭ বছর পর থেকে পেনশন পেতে শুরু করেন। অভিযোগ, গত জুলাইয়ে তাঁকে ফোন করে বাড়তি টাকা পাওয়ার টোপ দিয়ে ডিসেম্বর মাসে ২৫ লক্ষ টাকা পাওয়ার কথা বলা হয়। অভিযোগকারীর দাবি, এভাবে তাঁর কাছ থেকে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। বারুইপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম ব্রাঞ্চ ও নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
Continues below advertisement
Tags :
Insurance Fraud Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Central Government Officer