Jalpaiguri Medical College: জলপাইগুড়িতে জুনিয়র চিকিৎসকদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ। ABP Ananda Live
এবার জুনিয়র চিকিৎসকদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। ক্যানসার আক্রান্ত রোগিণীকে মৃত ঘোষণার পর ময়নাতদন্তের কথা বলা হয়। রোগিণীর ময়নাতদন্তের কথা বলেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু ময়নাতদন্তের কথা বলায় বেঁকে বসে মৃতের পরিবার। অভিযোগ, ময়নাতদন্ত ছাড়াই ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার দাবি জানায় পরিবার। রাজি না হওয়ায় জুনিয়র চিকিৎসকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটে বলে অভিযোগ। প্রতিবাদে হাসপাতালে অবস্থানে বসেন জুনিয়র চিকিৎসকরা। শেষপর্যন্ত স্বাস্থ্য আধিকারিকরা এসে আশ্বাস দিলে আড়াই ঘণ্টা পর অবস্থান ওঠে। আজ জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে খবর, ক্যান্সার আক্রান্ত রোগিণীকে মৃত ঘোষণার পর, জুনিয়র চিকিৎসকরা দেহের ময়নাতদন্তের কথা বলায় বেঁকে বসে মৃতের পরিবার। অভিযোগ, ময়নাতদন্ত ছাড়াই ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার দাবি জানায় তারা। রাজি না হওয়ায় জুনিয়র চিকিৎসকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটে বলে অভিযোগ। প্রতিবাদে রাত ১২টা থেকে আড়াইটে পর্যন্ত হাসপাতালে অবস্থানে বসেন জুনিয়র চিকিৎসকরা। শেষপর্যন্ত স্বাস্থ্য আধিকারিকরা এসে আশ্বাস দিলে আড়াই ঘণ্টা পর অবস্থান তুলে নেন জুনিয়র চিকিৎসকরা। আজ তাঁদের সঙ্গে বৈঠকে বসছে হাসপাতাল কর্তৃপক্ষ।