NEET Scam: 'নিট'-এ দুর্নীতির অভিযোগে কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে তুলকালাম | ABP Ananda LIVE

Continues below advertisement

'নিট'-এ দুর্নীতির অভিযোগে কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি। পুলিশের সঙ্গে কংগ্রেস নেতা-কর্মীদের ধস্তাধস্তি।

পুলিশি হেফাজতে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ তুলে এক্স হ্যান্ডলে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। বিচার বিভাগীয় বা CBI তদন্ত দাবি করেন বিরোধী দলনেতা। এবার CBI তদন্ত ও কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল মৃতের পরিবার। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা। আজই দুুপুর ২টোয় শুনানি। শুভেন্দু পোস্টে লেখেন, গত ৪ জুন তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনায় ডেবরার বাসিন্দা সঞ্জয় বেরাকে পুলিশ গ্রেফতার করে। সঞ্জয়কে জেল হেফাজতে পাঠানো হয়। পরে তাঁকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ১১ জুন কলকাতার প্রেসিডেন্সি জেলে আনা হয় সঞ্জয়কে। এরপর ভর্তি করা হয় SSKM হাসপাতালে। গতকাল ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়। শুভেন্দুর অভিযোগ, পড়ে গিয়ে ওই ব্যক্তি মাথায় চোট পান বলে পুলিশ যে দাবি করছে তা অজুহাত মাত্র। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram