Howrah Nursinghome Chaos: গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ, বাঁকড়ায় নার্সিংহোমের সামনে অবরোধ
চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ ঘিরে হাওড়ার বাঁকড়ায় উত্তেজনা। প্রতিবাদে শিশুর পরিবারের সদস্যরা নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান। শুরু হয় পথ অবরোধ। সূত্রের খবর, বাঁকড়ার বাসিন্দা সাহাবুদ্দিন শেখের স্ত্রী গতকাল সন্ধেয় জীবনদীপ নার্সিংহোমে সন্তান প্রসব করেন। অভিযোগ ঘণ্টাখানেক পর জানানো হয় সদ্যোজাত অসুস্থ। শিশুকে হাওড়া জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে গেলে সদ্যজাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এর পরেই মৃত শিশুর পরিবার নার্সিংহোমের সামনে পথ আটকে বিক্ষোভ দেখায়। ঘণ্টাদেড়েক পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ।
দেড় মাস পর বাড়ি ফিরতেই আক্রান্ত দুই বিজেপি কর্মী। মায়ের সামনেই মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বারাসাতের নবপল্লীর ঘটনা। পরিবারের দাবি ভোটের পর থেকে প্রায় দেড় মাস ঘর ছাড়া ছিলেন দুই বিজেপি কর্মী। অভিযোগ সপ্তাহখানেক আগে তারা বাড়ি ফিরতেই, চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে ঘটনাস্থলে যায় পুলিশ। এখনও মেলেনি শাসক দলের প্রতিক্রিয়া।