Howrah Vaccine Harassment: কোথাও দীর্ঘ লাইন, কোথাও বিক্ষোভ, হাওড়ায় ভ্যাকসিন-ভোগান্তি
হাওড়ার বিভিন্ন এলাকায় ভ্যাকসিন-হয়রানির অভিযোগ। হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে রাত থেকে লম্বা লাইন। অভিযোগ, নোটিস ঘিরে বিভ্রান্তি ছড়ায়। এনিয়ে তৈরি হয় বিশৃঙ্খলা। বালটিকুরি ও জগৎবল্লভপুরের মাজু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন-হয়রানির অভিযোগে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, ভ্যাকসিনের পর্যাপ্ত যোগান না থাকায় এই সমস্যা।
কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পে (Kasba Fake Vaccination Camp) যারা ভ্যাকসিন নিয়েছিলেন তাঁদের স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করল কলকাতা পুরসভা। এই বিষয়ে এলাকার মানুষদের সচেতন করতে মাইকিং করে প্রচার চালানো হয় পুরসভার তরফে। কলকাতা পুরসভার ১০৭ নং ওয়ার্ডে আজ এই স্বাস্থ্যপরীক্ষার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কসবায় যারা ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পে ভ্যাকসিন নিয়েছিলেন, তাঁদের শরীরে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে, কোনও আশঙ্কা রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে এই ক্যাম্পে।
গড়িয়ায় ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে বিশৃঙ্খলা। অভিযোগ, রাত থেকে লাইনে দাঁড়িয়েও কাউকে ফিরে যেতে হচ্ছে। আবার নিয়ম বহির্ভূতভাবে অনেকেই ভ্যাকসিন পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ। পুরসভার তরফে নির্দিষ্ট করে কিছু না জানানোয় উত্তেজনা ছড়ায়। যদিও একাংশের দাবি, ভ্যাকসিন প্রক্রিয়া সুষ্ঠুভাবেই চলছে।