Magrahat: গল্প ফেঁদে পাওনাদারদের বোকা বানানোর চেষ্টার অভিযোগ, মগরাহাটে পুলিশের নজরে ব্য়বসায়ী | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: গল্প ফেঁদে পাওনাদারদের বোকা বানানোর চেষ্টার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে পুলিশের নজরে এক ব্য়বসায়ী। স্থানীয় সূত্রে দাবি, চাকরি দেওয়ার নাম করে, অনেকের থেকে টাকা তুলেছিলেন ওই ব্য়বসায়ী। চাকরি না মেলায়, টাকা ফেরানোর চাপ আসতে শুরু করে। এরপরই সোমবার রাতে ওই ব্য়বসায়ী অভিযোগ করেন, তাঁকে গুলি করে, সাত লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। যদিও, পুলিশের দাবি, তদন্তে নেমে জানা গেছে, গোটাটাই টাকা ফেরত আটকাতে নাটক।

ভারী বর্ষণে বানভাসি অবস্থা উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলের। এবার ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গেও। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আজ জেলার তাপমাত্রার পারদও স্বস্তিজনক জায়গায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। (Murshidabad Weather Updates) আজ বজ্রবিদ্যুতের প্রকোপও থাকতে পারে। সাধারণ মানুষকে সতর্ক করেছে আবহাওয়া দফতর। 

বর্ষা আসছে আসছে করেও বৃষ্টি থেকে এযাবৎ বঞ্চিত রয়েছে জেলা। মাঝে একটু আধটু বৃষ্টি হলেও, ঘূর্ণিঝড়ের দৌলতে সম্প্রতি ভেসেছে রাজ্যের একাধিক এলাকা। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশেপাশে।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram