Bongaon Ambulance Controversy: ২দিন ধরে বনগাঁ হাসপাতালে বন্ধ অ্য়াম্বুল্য়ান্স পরিষেবা, চরম ভোগান্তির মুখে রোগীর আত্মীয়রা

Continues below advertisement

২দিন ধরে বনগাঁ হাসপাতালে বন্ধ অ্য়াম্বুল্য়ান্স পরিষেবা। চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে রোগীর পরিজনদের। এই পরিস্থিতিতে এক অ্য়ামবুল্য়ান্স চালক যেতে অস্বীকার করলে, তাঁকে মারধরের অভিযোগ ওঠে এক রোগীর আত্মীয়ের বিরুদ্ধে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, সরকারি অ্য়ামবুল্য়ান্স পরিষেবা চালু রয়েছে। মারামারি ঘটনা নিয়ে কোনও লিখিত অভিযোগ আসেনি। এদিকে,অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এদিন বৈঠক করে INTTUC.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram