Amit Shah: ফের বঙ্গ সফরে শাহ, চলতি মাসেই রাজ্যে আসছেন অমিত শাহ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ফের বঙ্গ সফরে শাহ । চলতি মাসের শেষে রাজ্যে আসছেন অমিত শাহ । বিধানসভা ভোটের এক বছর আগে থেকেই প্রস্তুতি শুরু করতে চায় বঙ্গ বিজেপি, খবর সূত্রের । মঙ্গলবার সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । শাহকে রাজ্যে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সুকান্ত, খবর সূত্রের । রাজ্য নেতৃত্বের সঙ্গে বিশেষ আলোচনায় বসবেন শাহ, খবর সূত্রের
যাদবপুরকাণ্ডে এবার সৌগত রায়ের নিশানায় পুলিশও। ব্রাত্য বসুকে কেন বাঁচাতে পারল না পুলিশ, তা দেখা দরকার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। আক্রমণ করেছেন বামেদেরও। SFI যত বাড়াবাড়ি করবে, তত ওদের পার্টি অফিস বন্ধ করা হবে, কার্যত হুঁশিয়ারি দিয়েছেন সৌগত রায়।
নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম রয়েছে বিজেপি নেতা অরুণ হাজরার। আদালতে বিস্ফোরক নথি পেশ করে CBI-এর দাবি, ২০২২ সালে অরুণ হাজরার নিজের হাতে লেখা চুক্তিপত্র রয়েছে। যেখানে উল্লেখ, বিভিন্ন পদে নিয়োগের জন্য সুজয়কৃষ্ণ ভদ্রকে তিনি ৭৮ কোটি টাকা দিয়েছিলেন। এর মধ্যে ৪৫ কোটি টাকার কাজ করে ফেরত দিয়েছেন সুজয়কৃষ্ণ