East Bardhaman News: গরুর গাড়িতে চেপে কনের বাড়িতে হাজির বর । ব্যতিক্রমী ছবি পূর্ব বর্ধমানের ভেদিয়া গ্রামে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: গরুর গাড়িতে চেপে বিয়ে করতে গেলেন বর । চমকে দিলেন পূর্ব বর্ধমানের জীবনানন্দ দে । গরুর গাড়িতে চেপে কনের বাড়িতে হাজির বর । বিয়ে করে নববধূকে নিয়ে ফিরেনও গরুর গাড়িতেই । ভেদিয়া গ্রামে ব্যতিক্রমী ছবি । অভিনব সিদ্ধান্তে মুগ্ধ স্থানীয় বাসিন্দারাও।
নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম BJP নেতা অরুণ হাজরার।
নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম BJP নেতা অরুণ হাজরার। তাঁকে নিয়ে আদালতে বিস্ফোরক নথি পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. তাঁর দাবি দাবি, ২০২২ সালে অরুণের নিজের হাতে লেখা চুক্তিপত্র পাওয়া গিয়েছে, যেখানে উল্লেখ রয়েছে, বিভিন্ন পদে নিয়োগের জন্য সুজয়কৃষ্ণ ভদ্রকে তিনি ৭৮ কোটি টাকা দিয়েছিলেন। এর মধ্যে ৪৫ কোটি টাকার কাজ করে ফেরত দিয়েছেন সুজয়কৃষ্ণ। বাকি টাকা সম্পত্তি বিক্রি করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি বলেও লেখা আছে ১০টি স্ট্যাম্প পেপারে।