Amit Shah: রাজনৈতিক উদ্দেশ্যে খুন অর্জুন চৌরাশিয়া, কাশীপুরের ঘটনায় মন্তব্য শাহ-র।Bangla News
কাশীপুরে বিজেপি যুব মোর্চার এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধল। কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত একটি ঘর থেকে অর্জুন চৌরাসিয়া নামে ২৬ বছরের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি। পরিবারের দাবি, ওই যুবক বিজেপি কর্মী ছিলেন। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দিনের কর্মসূচিতে বদল করেন। কলকাতায় পৌঁছেই চলে যান কাশীপুরে ঘটনাস্থলে। সেখানে গিয়ে মৃতের পরিবারের সাথে কথা বলেন তিনি। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিজেপির নেতা অর্জুন চৌরাশিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। গোটা বাংলার যেখানেই যান, রাজনৈতিক প্রতিশোধে হত্যা চলছে। বিরোধী নেতাদের বেছে বেছে খুন করা হচ্ছে। বিজেপি এই রাজনৈতিক হত্যার তীব্র নিন্দা করছে। অর্জুনের খুনির কড়া শাস্তি সুনিশ্চিত করব। অর্জুনের ঠাকুমাও আহত হয়েছেন।"