Amta Murder: আমতায় খুন হওয়া যুবক যুক্ত ছিলেন বিভিন্ন গণ আন্দোলনেও|Bangla News
Continues below advertisement
পুলিশের পোশাকে বাড়িতে এসে তিনতলা থেকে ঠেলে ফেলে দিয়ে যুবককে খুনের অভিযোগ। হাওড়ার আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় উত্তেজনা। মৃতের নাম আনিস খান। পরিবার সূত্রে খবর, আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতি ও বিভিন্ন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত হন আনিস।
দিনতিনেক আগে আমতার বাড়িতে ফেরেন। গতকাল এলাকায় একটি জলসায় যান আনিস। অভিযোগ, সেখান থেকে ফেরার পর, গভীর রাতে চারজন বাড়িতে আসে। এদের মধ্যে একজন পুলিশের পোশাক পরেছিল। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাবাকে আটকে রেখে আনিসকে নিয়ে তিনতলায় উঠে যায় বাকি তিনজন। এরপর কাজ মিটে গেছে বলে জানিয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ। এলাকায় প্রতিবাদী মুখ বলে পরিচিত ছিলেন আনিস। এই ঘটনার সঙ্গে তার কোনও যোগসূত্র রয়েছে কিনা, খতিয়ে দেখছে আমতা থানার পুলিশ।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Amta Murder Howrah Amta Murder