Ananda Khobor : এমন সৎ ব্যক্তিই হবেন পঞ্চায়েতে তৃণমূলের মুখ, বার্তা অভিষেকের
শেখ হসিরুদ্দিন। আবাস যোজনায় নাম থাকা এক সাধারণ ব্যক্তি। তাঁকেই আচমকা কেশপুরের সভামঞ্চে তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, এমন সৎ ব্যক্তিই হবেন পঞ্চায়েতে তৃণমূলের মুখ। বার্তা দিলাম সবাইকে।