Ananda Khobor: গ্রুপ ডি-তে ওএমআর শিট বিকৃতি নিয়ে কড়া অবস্থান বিচারপতি বিশ্বজিৎ বসুর। Bangla News
গ্রুপ ডি-তে ওএমআর শিট বিকৃতি নিয়ে কড়া অবস্থান বিচারপতি বিশ্বজিৎ বসুর। বেআইনি নিয়োগ যাঁরা পেয়েছেন তাদের তালিকা তুলে দিতে সময়সীমা দিলেন পর্ষদকে
'দুর্নীতির জেরে ইতিমধ্যেই ছাত্রদের ক্ষতি হয়েছে, আর নয়, একদিনও এদের স্কুলে ঢুকতে দেব না', বেআইনি নিয়োগ নিয়ে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর।
নবম-দশমের ওএমআর শিট মামলায় বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও। 'দিওয়ার তোড় দো', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। যাতে সবাই ওএমআর শিট দেখতে পান, সেই ব্যবস্থা করতে হবে, মন্তব্য বিচারপতির। জন সমক্ষে আসুক এই ওএমআর শিট, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এর আগে টেকনিক্যাল কারণের জন্য ওএমআর শিট আপলোডে সমস্যা হচ্ছে বলে জানায় এসএসসি। ৯৫২ জনের তালিকা প্রকাশ করা হবে, আশ্বাস এসএসসি সচিব অর্ণব চট্টোপাধ্যায়ের। 'কেন রোল নম্বর এবং জন্ম তারিখ না দিলে ওএমআর দেখা যাচ্ছে না? কেন এই আড়াল? স্বচ্ছতা নেই? আশ্চর্য হলাম! দেখে আদালত খুশি নয়', এর আগে মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।