Ananda Khobor (Part 2): 'একদিন সত্যের জয় হবেই, আমি মানুষের সঙ্গে আছি', আদালতে বললেন পার্থ। Bangla News
Continues below advertisement
একদিন সত্য সামনে আসবে, কোর্ট থেকে বেরোনোর সময় ফের বললেন পার্থ। 'যারা আমার উপরে আস্থা রেখেছিলেন, তারা আস্থা রাখুন, একদিন সত্যের জয় হবেই, আমি মানুষের সঙ্গে আছি, আমি নিজে দলের সঙ্গে আছি।' তিনি আরও বলেন, 'তৃণমূল কংগ্রেসের সবাইকে শুভেচ্ছা জানাই। তৃণমূলের প্রতিষ্ঠাদিবসের আগে সবাইকে শুভেচ্ছা।'
ফের দলের প্রতি অনুগত থাকার বার্তা প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
Continues below advertisement
Tags :
Court Bangla News Bangla News Live Bengali News TMC ABP Ananda LIVE ABP Ananda Digital Partha Chatterjee ABP Ananda ABP Ananda Bengali News