আনন্দ লাইভ: ওমিক্রনের ১০ গুণ বেশি সংক্রামক, ব্রিটেনে হদিশ মিলল করোনার নতুন প্রজাতি ‘এক্স-ই’র।Bangla News
Corona:ওমিক্রনের পর উদ্বেগ বাড়াচ্ছে করোনা নতুন প্রজাতি ‘এক্স-ই’।ব্রিটেনে হদিশ মিলল করোনার নতুন প্রজাতি ‘এক্স-ই’র। মার্চের শেষ ৭দিনে ব্রিটেনে ৬ লক্ষেরও বেশি আক্রান্ত। ওমিক্রনের ১০ গুণ বেশি সংক্রামক করোনার নতুন প্রজাতি ‘এক্স-ই’।সংক্রমণের হদিশ জার্মানি, চিন, তাইওয়ানের মতো একাধিক দেশে।করোনার নতুন সংক্রমণের ঢেউ আছড়ে পড়তে পারে ভারতেও? ।অসতর্ক হলেই ফের বিপদ, কড়া বার্তা চিকিৎসকদের।
Jhalda Murder:ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে গ্রেফতার নরেন কান্দু। গ্রেফতার নিহত কংগ্রেস কাউন্সিলরের দাদা নরেন কান্দু.আসিফ খান নামে ঝালদার এক ব্যবসায়ীও গ্রেফতার ।ঝালদাকাণ্ডে আগেই গ্রেফতার নরেনের ছেলে দীপক কান্দু।পুরভোটে তৃণমূল প্রার্থী হয়েছিলেন নরেনের ছেলে দীপক।ভাড়াটে খুনির সামনে বসিয়ে ম্যারাথন জেরার পরে গ্রেফতার.ঝাড়খণ্ডের বোকারো থেকে গতকাল গ্রেফতার হয় কলেবর সিংহ.‘কংগ্রেস কাউন্সিলর খুনের মূল চক্রী নরেন কান্দু’.মিডলম্যানের কাজ করেছিল আসিফ খান, দাবি এসপির।