Ananda Live: বাংলা সড়ক যোজনার নাম মুছে করা হল, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সংশোধন ঘিরে বিতর্ক

Continues below advertisement

মামলার গেরোয় আটকে রয়েছে ১৭ হাজার চাকরি। আজ আসানসোলের সভায় এ’কথা বলেন মুখ্যমন্ত্রী। মামলা করায় সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্যকেও একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা, জবাব দিয়েছেন বিকাশ ভট্টাচার্য।

 

তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরই, একের পর এক ট্যুইটে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যপাল। রাজ্যপালের ট্যুইট একতরফা এবং বিজেপির মতো বলে পাল্টা ট্যুইট করেন কুণাল ঘোষ।

 

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে খুব কাছ থেকে গুলি করে জমি ব্যবসায়ীকে খুন। জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে অভিযোগ পরিবারের। একই সন্দেহ পুলিশেরও। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

খড়গপুরে তৃণমূলকর্মী খুনে এখনও আততায়ীরা অধরা। আলো নিভিয়ে পরপর ১১ রাউন্ড গুলি চলে বলে দাবি। রাস্তায় উদ্ধার গুলি-সহ  ম্যাগাজিন।

 

বাংলা সড়ক যোজনার নাম মুছে করা হল, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। পূর্ব মেদিনীপুরে প্রকল্পের নাম সংশোধন নিয়ে বেঁধেছে বিতর্ক। এদিকে, আসানসোলের সভা থেকে ফের একবার, প্রকল্পের নাম নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram