Ananda Live: পল্লবী দে-র পরে এবার আরেক অভিনেত্রী বিদিশার রহস্যমৃত্যু ।Bangla News

Continues below advertisement

পল্লবী দে-র পরে এবার আরেক অভিনেত্রীর রহস্যমৃত্যু। দমদমের নাগেরবাজারে বিদিশা দে মজুমদারের রহস্যমৃত্যু। নাগেরবাজারে ঝুলন্ত অবস্থায় বিদিশার মৃতদেহ উদ্ধার। আত্মহত্যা না অন্য কিছু? তদন্তে নাগেরবাজার থানার পুলিশ। পল্লবীর মৃত্যুর পরেই ছবি শেয়ার করে পোস্ট করেন বিদিশা
মেনে নিতে পারলাম না বলে ফেসবুক পোস্ট করেন বিদিশা। তার ১০দিনের মধ্যেই ফ্ল্যাট থেকে বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার।

২৬ জুন GTA নির্বাচন। তার আগে আজ থেকে GTA বিরোধিতা ও একাধিক দাবি দাওয়া নিয়ে অনশনে বসছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং! জিটিএ ভোটের বিরোধিতায় সুর চড়াচ্ছে বিজেপিও। যদিও তৃণমূলের কটাক্ষ, পাহাড়ে সংগঠন নেই, তাই ভোটে যেতে চাইছে না গেরুয়া শিবির।

জিটিএ নির্বাচন বয়কটের ডাক দিয়ে পাহাড়ে আমরণ অনশনে বসলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুঙ্গ। ২০১২ সালে জিটিএ-র প্রথম ও শেষ নির্বাচন হয়। এরপর ২০১৭-য় জিটিএ থেকে পদত্যাগ করে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে নামেন বিমল গুরুঙ্গ। রক্তক্ষয়ী আন্দোলনে প্রায় সাড়ে তিনমাস স্তব্ধ হয়ে পড়ে পাহাড়। গোর্খা জনমুক্তি মোর্চায় ভাঙন ধরে। মোর্চার একাংশকে জিটিএ-তে প্রশাসক হিসেবে রেখে এতদিন কাজ চালানো হচ্ছিল। বিমল গুরুঙ্গ প্রায় তিনবছর আত্মগোপন করেছিলেন। গত বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের সঙ্গে আপস করে পাহাড়ে ফেরেন। তাঁর দাবি, এখনও তিনি রাজ্য সরকারের পাশেই আছেন। তবে গুরুঙ্গের দাবি, পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram