Ek Dozen Golpo : উপনির্বাচনে হারের ধাক্কার মধ্যেই আরও অস্বস্তিতে বিজেপি। Bangla News

Continues below advertisement

উপনির্বাচনে হারের ধাক্কার মধ্যেই আরও অস্বস্তিতে বিজেপি। রাজ্য ও জেলা নেতৃত্বরে একাংশকে তোপ দেগে দলীয় পদ ছাড়লেন মুর্শিদাবাদের বিধায়ক-সহ ৩। বিক্ষোভের সুর বহরমপুরের বিজেপি বিধায়কের গলাতেও। ক্ষোভ উগরে অব্যহতি চাইলেন নদিয়ার ১০ নেতা। কেন এই অবস্থা? প্রশ্ন তুলেছেন অনুপম হাজরা। আর এনিয়েই তুঙ্গে উঠেছে তরজা।

৫ দিনে ৮ বার জায়গা বদল। মোবাইল ফোন-সিম কার্ড পাল্টেও হল না শেষরক্ষা। ৫ দিনের মাথায় হাওড়া থেকে গ্রেফতার বেহালাকাণ্ডে মূল অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়-সহ ৭ জন। পুলিশ সূত্রে খবর, পেশাদার অপরাধীর মতো পালিয়ে বেড়াচ্ছিলেন সোমনাথ।

শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে এখনও কেউ গ্রেফতার হয়নি। প্রতিবাদে বিক্ষোভ বাম ও বিজেপির। পুলিশের বিরুদ্ধে চাপ সৃষ্টির অভিযোগ গেরুয়া শিবিরের। পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তরা দ্রুত ধরা পড়বে। তৃণমূলের দাবি, নাটক করছে বিরোধীরা। এদিকে, আজ নির্যাতিতার সঙ্গে কথা বলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন।

তৃণমূলের বিরুদ্ধে ইস্যু বানাতে হবে। চাপ দিতে হবে থানার ওসি-কে। ধানতলায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগের ঘটনায়, ভাইরাল অডিও ক্লিপ ঘিরে বিতর্ক। তাঁদেরই কণ্ঠ, স্বীকার করেছেন বিজেপি বিধায়ক-সহ দুই নেতা। ষড়যন্ত্র করা হয়েছে, প্রমাণিত হল। কটাক্ষ কুণাল ঘোষের।

মহেশতলায় বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মা ও দুই ছেলের। মহিলার সঙ্গী বাড়িতে আগুন লাগিয়েছেন বলে থানায় অভিযোগ জানিয়েছেন মৃতার ভাই। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram