আনন্দ লাইভ: আমহার্স্ট স্ট্রিটে শ্যুটআউট, SSKM হাসপাতালে মৃত্যু হল ব্যবসায়ীর | Bangla News

Continues below advertisement

ভর দুপুরে কলকাতায় (Kolkata) শ্যুটআউট, ব্যবসায়ীর মৃত্যু। এসএসকেএমে ব্যবসায়ী দীপক দাসের মৃত্যু। টাকা নিয়ে বিবাদে আমহার্স্ট স্ট্রিটে গুলি।

এদিকে, উদ্বেগ বাড়িয়ে দেশে করোনার সাপ্তাহিক পজিটিভিটি রেটের নিরিখে প্রথম স্থানে উঠে এল বাংলা। মহারাষ্ট্র, দিল্লিকে ছাপিয়ে বাংলার পজিটিভিটি রেট ৩০ শতাংশের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তালিকায় ডিসট্রিক্ট অফ কনসার্ন কলকাতায় সাপ্তাহিক পজিটিভিটি রেট ৬০ শতাংশেরও বেশি, যা দেশের সমস্ত জেলার মধ্যে সর্বোচ্চ।

ফের প্রচারে বিধি ভাঙার অভিযোগ উঠল দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে। আজ সকালে পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডে বড়তোড়িয়ায় চায়ে পে চর্চায় যোগ দেন তিনি। প্রচারে ভিড় হলেও দিলীপের দাবি, তাঁরা ৫ জনই এসেছেন।  বাড়তি লোক এসেছে রাস্তায়। যদিও এ নিয়ে দিলীপকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

এদিকে, খাঁচা পাতার ১২ ঘণ্টার মধ্যে বাঘবন্দি খেলা শেষ। স্বস্তি ফিরল দক্ষিণ ২৪ পরগনার গোসাবার (Gosaba) বালিতে। বন দফতর সূত্রে খবর, শারীরিক পরীক্ষার পর পূর্ণবয়স্ক বাঘটিকে জঙ্গলে ছাড়া হবে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram