Ananda Live: রাতে ফের বগটুই গ্রামে CBI, অনুব্রতর সই করা নোটিস ঘিরে ফের তরজা।Bangla News

Continues below advertisement

Birbhum Violence: রামপুরহাট কাণ্ড নিয়ে ফের বগটুইয়ে গেল CBI। অন্যদিকে, রামপুরহাটকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনকে নিয়ে নতুন একটি নোটিস ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ভাইরাল হওয়া ওই নোটিসে দেখা যাচ্ছে, তৃণমূলের পুরভোট পরিচালন কমিটির প্রথম নামই আনারুলের। তাতে সই রয়েছে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের।

Jhalda Murder:ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় এক ভাড়াটে খুনিকে গ্রেফতার করল পুলিশ। যদিও, মৃত কংগ্রেস কাউন্সিলরের পরিবারের প্রশ্ন, এই খুনের নেপথ্যে বড় মাথা কে? ঝালদা থানার IC কংগ্রেস কাউন্সিলরকে তৃণমূলে যোগ দিতে চাপ দিচ্ছিলেন কেন? রাজ্য সরকার CBI তদন্তে রাজি হচ্ছে না কেন?

Matua:মতুয়াদের অনুষ্ঠানে যোগ দেওয়ার পথে বারাসাত ও হাবড়ায় পুণ্যার্থীদের বাসে হামলা দুষ্কৃতী দলের। মহিলাদের কটূক্তি, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ। ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আইনশৃঙ্খলার প্রশ্নে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির তরজা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram