Ananda Live: তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নন্দকুমারে বিলি করা হল লিফলেট ।Bangla News

Continues below advertisement

‘বিচারব্যবস্থা নিয়ে কিছু বলেছিলাম, রাজ্যপাল বলছেন সীমা অতিক্রম করছেন। আমি বলেছিলাম ১ শতাংশ কেন্দ্রের কথা শুনে প্রটেক্ট করছে। বিচারব্যবস্থার ১ শতাংশ নিয়ে বললে, কে জবাব দিচ্ছে? রাজ্যপাল। তার মানে ঠিক জায়গায় ঢিল পড়েছে। এসএসসি-টেট, যা ইচ্ছে নিয়ে সিবিআই দাও, আমাদের কিছু যায় আসে না। শ্যামনগরে দলীয় সভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

বিজেপির কাছে এত টাকা, এজেন্সি আছে, কিন্তু তৃণমূলের মতো কর্মীরা নেই। যারা ভাবে এ এক নম্বর, ও ২ নম্বর, তৃণমূলে এক নম্বর মমতা, দলের কর্মীরা ২ নম্বর। শ্যামনগরের সভামঞ্চ থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

সোমবার পুরুলিয়ায় (Purulia) ছিল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। যত সময় এগোল, ততই যেন উত্তাপ বাড়ছিল সভায়। জেলায় ওঠা নানা অভিযোগ নিয়ে, নানা ভোগান্তির নালিশ নিয়ে কার্যত মুখ্যমন্ত্রীর (Chief Minister) তোপের মুখে পড়েছেন পুরুলিয়ার সরকারি আধিকারিকরা। বাদ যাননি পুরুলিয়ার জেলাশাসকও। ইটভাটা থেকে সংগৃহীত রাজস্ব ঠিকমতো কোষাগারে নাকি জমা পড়ছে না। তা নিয়ে খোদ জেলাশাসককে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' নীচুতলার এরা কালেকশন করে। তারা কালেকশন করে সরকারকে টাকাটা জমা দেয় না। কিছুটা দেয়। বাকিরা নিজেরা খেয়ে নেয়। কী জেলা চালাচ্ছ গো তুমি? এতদিন ধরে জেলায় আছো! হোয়াট ইউ আর ডুইং? আমার আইডিয়া চেঞ্জ হয়ে গেল।' ক্ষুব্ধ মমতাকে বলতে শোনা যায়, 'এতকিছু দিচ্ছি মানুষকে। অথচ কিছু লোক এত লোভী কেন হয়ে গেছে? আর কত চাই? আমার পার্টির লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম এবং তাঁদের শাসন আমি সবসময়ই করি।'    

তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে, পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিলি করা হল লিফলেট। নিচে নাম রয়েছে - নন্দকুমার ব্লক তৃণমূল কংগ্রেস বাঁচাও কমিটি’র। যদিও নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। এনিয়ে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram