Kasba: পরিত্যক্ত পাম্প হাউস থেকে উদ্ধার হল এক যুবকের দেহ ।Bangla News
কসবার কে এন সেন রোডে একটি পরিত্যক্ত পাম্প হাউস থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে যুবকের। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, পাম্প হাউসের পাশের একটি মাঠে কয়েকজন শিশু খেলছিল। তাদের বল গিয়ে পড়ে ওই পাম্প হাউসে। সেখানে বল কুড়োতে গিয়েই শিশুরা দেহটি দেখতে পায়। এরপর কসবা থানা এসে দেহ উদ্ধার করে।তবে ওই যুবক কী কারণে ওখানে গিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
Tags :
ABP Ananda Kasba Dead Body ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Dead Body Found In Kasba