Ananda Live: SSC-তে নিয়োগের দাবিতে ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের। Bangla News

Continues below advertisement

এসএসসিতে (SSC) দুর্নীতির অভিযোগের প্রতিবাদে করুণাময়ীতে বাম ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভ। করুণাময়ীতে জমায়েত শুরু হওয়ার আগে থেকেই চলছিল পুলিশের ধরপাকড়। বিক্ষোভকারীরা বলেন, মুখ্যমন্ত্রী নিজে চোর, পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী গ্রেফতার হয় না। ছাত্র যুব নেতাদের বিক্ষোভে গ্রেফতার করা হয়। বাস ভর্তি করে বিক্ষোভকারীদের নিয়ে যাওয়া হয়।  তুমুল উত্তেজনা ছড়ায় ইন্দিরা ভবনের সামনে, বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমত ধ্বস্তাধস্তি শুরু হয়। পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় গাঁয়ে হাত তোলার অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। আহত হন এক পুলিশকর্মীও। একাধিক বাম ছাত্র যুব কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

 

SSC-তে নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ। আজ ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ দেখান গ্রুপ ডি ও গ্রুপ সি পদে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, মৌখিক আশ্বাস নয়, এক মাসের মধ্যে হাতে নিয়োগপত্র দিতে হবে। পরে বিক্ষোভকারীদের ২ জন প্রতিনিধি আচার্য ভবনে SSC-র চেয়ারম্যানকে ডেপুটেশন দিতে যান। কিন্তু তাঁরা জানান, চেয়ারম্যান ডেপুটেশন নেননি। তা দফতরের তরফে রিসিভ করা হয়েছে। দাবি না মিটলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

 

এসএসসি ‘দুর্নীতি’র মধ্যেই এবার টেট-‘দুর্নীতি নিয়ে বিস্ফোরক প্রাক্তন তৃণমূল বিধায়ক। কালনায় বিজেপির অবস্থান মঞ্চে গিয়ে বিস্ফোরক মন্তব্য বিশ্বজিৎ কুণ্ডুর। শিক্ষক নিয়োগ-‘দুর্নীতি’ নিয়ে সিবিআই তদন্তের দাবি করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। সিবিআই ডাকলে তদন্তে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন বিশ্বজিৎ। স্ত্রী, বৌদি ও ৬২ জন তৃণমূল কর্মীকে চাকরি দেওয়ার কথা স্বীকার করেছিলেন বিশ্বজিৎ। ২০১১ থেকে ২ বার কালনায় তৃণমূলের বিধায়ক নির্বাচিত হন বিশ্বজিৎ। ২০২১-এর ভোটের আগে বিজেপিতে যোগ দেন বিশ্বজিৎ কুণ্ডু।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram