Corona Update: আনন্দ লাইভ: রাজ্যে তিনদিনে তিন গুণের বেশি বেড়েছে করোনায় দৈনিক আক্রান্ত। Bangla News

Continues below advertisement

রাজ্যে ও কলকাতায় তিনদিনে তিন গুণের বেশি বেড়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে এক দিনে সংক্রমিত ৩ হাজার ৪৫১। শুধু কলকাতাতেই আক্রান্ত প্রায় ২০০০। কলকাতাতে আক্রান্ত ১ হাজার ৯৫৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭ জন করোনা রোগীর  মৃত্যু হয়েছে। কলকাতায় মৃতের সংখ্য়া ৪। বৃহস্পতিবার দৈনিক আক্রান্ত ছিল ২১২৮ জন। ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা বাড়ল ১২০০ জন।

বর্ষশেষে কড়া নিরাপত্তায় বর্ষবরণ পালন পার্কস্ট্রিটে। একই ছবি শ্রীভূমি ও অ্যালেন পার্কে। পুলিশের কড়া টহলদারি চলছে। বর্ষবরণের রাতের চিত্রটা অনেকটা আলাদা। অনেকের মধ্যেই এখনও রয়েছে অসচেতনতার ছবি।

বছর শেষের আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী। দিঘায় করোনা বিধি ভেঙে উৎসব উদযাপন পর্যটকদের। বিধিভঙ্গে চলে পুলিশি ধরপাকড়। দার্জিলিং, বীরভূম থেকে পুরুলিয়ায় উৎসবের আমেজ।

বহু বছর পর আসানসোলে পুরযুদ্ধে নেই জিতেন্দ্র তিওয়ারি। শিবির বদল করলেও, তাঁর নাম দেখা গেল না বিজেপির প্রার্থী তালিকায়। তার বদলে প্রার্থী করা হল তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারিকে।

শিলিগুড়িতে প্রশ্নের মুখে পড়ল বাম কংগ্রেস আসন সমঝোতা। গতবার কংগ্রেসের জেতা ৪ টি আসন ফাঁকা রেখে ৪৩ ওয়ার্ডে প্রার্থী দেয় বামেরা। দুদফায় ৩২ ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী দেওয়ায়, ২৯ ওয়ার্ডে মুখোমুখি লড়াই হবে বাম-কংগ্রেসের। অশোক ভট্টাচার্যের ওয়ার্ডেও প্রার্থী দিয়েছে কংগ্রেস। 

কলকাতা ইন্টারন্যাশানাল ক্লাবে চলছে বর্ষবরণের অনুষ্ঠান। গোয়াতেও উৎসবের আবহ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram