আনন্দ লাইভ: চোখ রাঙাচ্ছে করোনা, দেশে দৈনিক আক্রান্ত ফের লক্ষাধিক! | Bangla News
মাত্র ৭ মাসের ব্যবধান। দেশে দৈনিক করোনা (Corona) আক্রান্তের সংখ্যা আবারও এক লক্ষ পেরিয়ে গেল। উদ্বেগ বাড়িয়ে ৩ হাজারের গণ্ডি ছাড়িয়েছে ওমিক্রন। সূত্রের খবর, রাজ্যে যত নমুনার জিনোম সিকোয়েন্সিং হয়েছে তার ৭০ শতাংশই ওমিক্রন। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৮ হাজার পার করেছে।
এদিকে, এখনও পর্যন্ত রাজ্যে ১৫ ঊর্ধ্বদের প্রায় ৩ কোটি ভ্যাকসিন। এখনও পর্যন্ত ২ কোটি ৯০ লক্ষ ডোজ দেওয়া হয়েছে ১৫ ঊর্ধ্বদের। রাজ্যে এখনও পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ৬ কোটি ৬২ লক্ষ। রাজ্যে এখনও পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ২৬ লক্ষের বেশি। শুধু আজকেই ৮ লক্ষ ৫১ হাজার ৩০১জনের ভ্যাকসিনেশন', জানাল স্বাস্থ্য দফতর।
শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। করোনাবিধি মানা হচ্ছে কি না সেই বিষয়ে নজরদারির জন্য ৩ সদস্যের কমিটি তৈরি করে দিয়েছে আদালত। কমিটি যদি মনে করে মেলায় নিয়মলঙ্ঘন করা হচ্ছে তা বন্ধ করতে হবে, তাহলে তারা রাজ্য সরকারকে সেই সংক্রান্ত রিপোর্ট দেবে।
অন্যদিকে, বিধাননগর পুরভোটের (Bidhannagar MC Election) আগে দলীয় প্রার্থীকে মারধরের অভিযোগে করুণাময়ী মোড়ে বিক্ষোভ। ৩৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী, নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগে বিজেপি প্রার্থীদের অবরোধ, বিক্ষোভ।