আনন্দ লাইভ: শহিদ দিবস পালন ঘিরে নন্দীগ্রামে তুলকালাম, বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল ও বিজেপি কর্মীরা | Bangla News
শহিদ দিবস পালন ঘিরে নন্দীগ্রামে তুলকালাম। গোকুলনগরে শহিদ বেদির পাশে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল ও বিজেপি কর্মীরা। তৃণমূলের শ্রদ্ধা জানানোর পর, গঙ্গাজল দিয়ে বেদি ধুয়ে শহিদ স্মরণ করে বিজেপি।
ভাইরাল ফেসবুক পোস্ট ঘিরে, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর দলবদলের জল্পনা শুরু হয়েছে। যদিও, এই জল্পনাকে খারিজ করে দিয়েছেন খগেন মুর্মু। এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
কালচিনি ব্লকে তৃণমূলের নতুন সভাপতি হলেন বীরেন্দ্র ওঁরাও। বিধানসভা ভোটের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তৃণমূলে নেতার অভাব। খোঁচা গেরুয়া শিবিরের। গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসকদল।
দল গঠনের চার মাসের মাথায় দার্জিলিং পুরসভা দখল করেছে হামরো পার্টি। এবার সেই হামরো পার্টির সঙ্গেই পাহাড়ে জোট গড়ার ইচ্ছেপ্রকাশ করল কংগ্রেস। যদিও জোটে আগ্রহী নন হামরো প্রধান। জয়ের পরই হামরো পার্টিতে যোগদানের হিড়িক পড়ে গেছে।
স্বাস্থ্যসাথীর উপভোক্তার আঙুলের ছাপ নিয়ে স্বাস্থসাথীর টাকা আত্মসাতের অভিযোগ উঠল বর্ধমানের এক নার্সিংহোমে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে নার্সিংহোমের এক কর্মীকেও। তদন্তে কারা জড়িত জানা যাবে, দাবি নার্সিংহোম কর্তৃপক্ষের। এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
পর্নগ্রাফিক ওয়েব সিরিজে অভিনয়ের জন্য টালিগঞ্জের অভিনেত্রীকে টোপ দেওয়ার অভিযোগ। ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করেন অভিযুক্তরা। দাবি ওই অভিনেত্রীর। ই-মেলে লালবাজার ও ব্যারাকপুর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়, খাদ্য দফতরের ফুড সেফটি অফিসার সেজে প্রতারণার অভিযোগে পুলিশের জালে ২। নেপথ্যে কোনও চক্র রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।