আনন্দ লাইভ: পুরভোটে প্রার্থীতালিকা নিয়ে গেরুয়া শিবিরেও বিক্ষোভের আঁচ | Bangla News
পুরভোটে প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ বিজেপিতেও। মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে পার্টি অফিসে ভাঙচুর। জুতোপেটা করা হল পুর মণ্ডলের সাধারণ সম্পাদককে। হুগলির শ্রীরামপুরেও চলল বিক্ষোভ। দলকে সামলাতে পারছে না বিজেপি। খোচা তৃণমূলের। দলের নিয়ম মেনেই প্রার্থী ঠিক করা হয়েছে। জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
তৃণমূলের শীর্ষস্তরে ফাটলের জল্পনার মধ্যেই সোমবার গোয়া প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে এদিনই গোয়া সফর বাতিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দক্ষিণ ২৪ পরগনার যুব তৃণমূল নেতা জাহাঙ্গির খানের সুরক্ষা প্রত্যাহার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুগামী জাহাঙ্গির খান। জাহাঙ্গিরের ওয়াই ক্যাটিগরির সুরক্ষা তুলে নিল রাজ্য সরকার। ‘দল ভাল বুঝেছিল বলে সুরক্ষা দিয়েছিল, আরও ভাল বুঝেছে বলেই তুলেছে’, ওয়াই ক্যাটিগরির সুরক্ষা প্রত্যাহার নিয়ে মন্তব্য জাহাঙ্গির খানের।
পুরভোটের আগে বীরভূমের (Birbhum) সাঁইথিয়ায় বিজেপি নেতার বাড়িতে হামলা। দরজা ভেঙে ঘরে ঢুকে ভাঙচুর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।