Ananda Live : মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে পরিবারকে, অনুব্রত-মামলায় হুমকি চিঠি বিচারককে

Continues below advertisement

অনুব্রত-মামলায় এবার হুমকি চিঠি আসানসোলের বিশেষ CBI আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে। চিঠিতে লেখা হয়েছে, অনুব্রত মণ্ডলকে অবিলম্বে জামিন দিতে হবে। না হলে, মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বিচারকের পরিবারকে। ২০ অগাস্ট পাঠানো এই চিঠিতে প্রেরক হিসেবে সই রয়েছে বাপ্পা চট্টোপাধ্যায় নামে একজনের। চিঠিতে তাঁর পরিচয় লেখা হয়েছে পূর্ব বর্ধমান এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট কোর্টের হেডক্লার্ক....এবং তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য সম্পাদক। যদিও বাপ্পা চট্টোপাধ্যায়ের দাবি, তিনি এ বিষয়ে কিছুই জানে না! বিষয়টি জানানো হয়েছে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে।

নামে-বেনামে অনুব্রত মণ্ডলের কত সম্পত্তি রয়েছে? সেই তথ্যের হদিশ পেতে বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে অনুব্রত, তাঁর স্ত্রী-কন্যা, আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তি রয়েছে। সিবিআই সূত্রে খবর, উদ্ধার হওয়া একাধিক দলিল নিয়ে সম্পত্তির মালিকানা যাচাই করা হয়। লিজে নেওয়া সম্পত্তি সংক্রান্ত নথিও খতিয়ে দেখেন তদন্তকরারীরা। রেজিস্ট্রি অফিস থেকে বেরিয়ে ফের অ্যাক্সিস ব্যাঙ্কে যায় সিবিআই।

বারাসাতে বিজেপি। নিমতৌড়িতে বামেরা। বিরোধী শিবিরের আইন অমান্য কর্মসূচি ঘিরে তপ্ত হয়ে উঠল রাজ্যের দুই প্রান্ত। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে বাঁধল ধুন্ধুমার। ধস্তাধস্তি, লাঠিচার্জ, জলকামান, কাঁদানে গ্যাস, বাদ রইল না কিছুই! আজ উত্তর ২৪ পরগনার বারাসাতের হরিতলা থেকে শুরু হয় বিজেপির প্রতিবাদ মিছিল। নেতৃত্বে ছিলেন অগ্নিমিত্রা পাল। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। অন্যদিকে বামেদের বিক্ষোভ মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে। পুলিশ ব্যারিকেড করে আটকে দিতেই শুরু হয় খণ্ডযুদ্ধ। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে, ও জলকামান ব্যবহার করে বিক্ষোভ ছত্রভঙ্গ করে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram