আনন্দ লাইভ: 'সাংসদদের অনেকের মনে ব্যথা-বেদনা থাকে, আমাকে সরাসরি জানান', বার্তা তৃণমূল নেত্রীর | Bangla News
"আমি নানা কাজে ব্যস্ত, অনেক চাপ, তবু এখন থেকে সংগঠন নিজেই দেখব। অনেকের মনে অনেক ব্যথা থাকে, তাঁরা বলতে পারেন না। কোথায় যোগাযোগ করবে, ভেবে উঠতে পারেন না। আমি সুদীপদাকে বলব, সাংসদরা কিছু বললে, সরাসরি আমাকে জানান। সাংসদরা (MP) কিছু বললে কারও মাধ্যমে নয়, আমাকে সরাসরি জানান", তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘বিধায়ক, সভাপতি, সাংগঠনিক পদে যারা আছেন, তাদের অনেক সময় ব্যথা-বেদনা থাকে। নেতাদেরও অনেক ব্যথা-বেদনা থাকে, জানাতে পারেন না। অভিযোগ শুনতে সাংগঠনিক নির্বাচনের পরে একটা দল করে দেব। আমি চাই পার্টি অফিস থেকেই পার্টি চলবে, অন্য কোথাও থেকে নয়। রুটিন, ডিউটি চার্ট করে পার্টি চলবে, যেমন করে আগে চালাতাম’, তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
সল্টলেকের বিএ ব্লকের গেস্ট হাউসে ‘বিস্ফোরণ’, আহত ১। দরজা ভেঙে শৌচালয় থেকে ঝলসে যাওয়া অবস্থায় ১ মহিলা উদ্ধার। চারতলার ঘরের মধ্যে বিকট আওয়াজ, দরজা ভেঙে উদ্ধার। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হল এনআরএস হাসপাতালে।
জলপাইগুড়ির পর এবার কোচবিহার (Cooch Behar)। ফের লোকালয়ে চিতাবাঘের হানা। তাড়া খেয়ে চিতাবাঘটি আশ্রয় নেয় গৃহস্থের শৌচাগারে। ঘণ্টা তিনেকের চেষ্টায় ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় চিতাবাঘটিকে। জলদাপাড়ায় নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।