Ananda Live: উপনির্বাচনে তৃণমূল দুইয়ে দুই, আসানসোল ও বালিগঞ্জে জোড়া জয় শাসক দলের | Bangla News
আসানসোলে লোকসভা কেন্দ্র ধরে রাখতে শুভেন্দু অধিকারীকে পর্যবেক্ষক করেছিল বিজেপি। সেখানেই পরপর দুবারের জেতা আসন হাতছাড়া হল এইবার। বিজেপির অগ্নিমিত্রা পাল তিন লক্ষ ভোটে হেরে গেলেন তৃণমূলের বিহারিবাবু শত্রুঘ্ন সিন্হার কাছে। দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ট্যুইট অগ্নিমিত্রা-র (Agnimitra Paul)। 'চেষ্টা করেছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হত্যা হয়েছে', হারের পর লিখলেন অগ্নিমিত্রা। এর আগে ২০২১ এর বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের সায়নী ঘোষকে প্রায় সাড়ে চার হাজার ভোটে হারিয়েছিলেন তিনি। ভোটের ফলাফল প্রকাশের পর হুমকি ও সন্ত্রাসের কথা মনে করিয়ে দিলেন দিলীপ ঘোষ।
বালিগঞ্জে ২০ হাজার ২২৮ ভোটে জিতলেন তৃণমূলের বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বাবুলের প্রাপ্ত ভোট ৫১ হাজার ১৯৯। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম পেয়েছেন ৩০ হাজার ৯৭১ ভোট। জমানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপি ও কংগ্রেসের। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ পেয়েছেন ১৩ হাজার ২২০ ভোট। কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী পেয়েছেন ৫ হাজার ২১৮ ভোট। ভোট শতাংশের হিসেবে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪২ শতাংশ। দ্বিতীয় স্থানে উঠে আসা সিপিএম পেয়েছে ৩০ শতাংশ ভোট। বিজেপির প্রাপ্ত ভোট ১৩ শতাংশ, কংগ্রেস পেয়েছে ৫ শতাংশ ভোট।
হাঁসখালিতে ‘গণধর্ষণ-খুন’, সিবিআইয়ের প্রথম গ্রেফতার। রানাঘাট থেকে অভিযুক্ত রঞ্জিত মল্লিককে গ্রেফতার করল সিবিআই (CBI)। রানাঘাট থেকে কৃষ্ণনগর ক্যাম্পে আনা হচ্ছে অভিযুক্তকে। হাঁসখালিকাণ্ডে ধৃতদের জেরা করে তৃতীয় অভিযুক্তের হদিশ। অভিযোগ ওঠার পরেই সপরিবারে ফেরার ছিল অভিযুক্ত। হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার মা-দাদার বয়ান রেকর্ড করল সিবিআই।