Ananda Live : তৃণমূল বিধায়কের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার দলীয় ২ কর্মী
ফের অনুব্রত মণ্ডলকে তলব করল CBI। কাল সকাল ১১টার মধ্যে তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। কী করবেন অনুব্রত মণ্ডল? হাজিরা দেবেন, নাকি ফের হাজিরা এড়াবেন? আজ দিল্লি থেকে কলকাতায় এসেছেন CBI’এর অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর।
অনুব্রত মণ্ডলকে দেখতে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে এলেন দুই চিকিৎসক। ভর্তি নিতে হবে না বলেও, অনুব্রত মণ্ডলকে আপাতত বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন এক চিকিৎসক।
পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ২ তৃণমূল কর্মী। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন। বেপাত্তা রয়েছেন অভিযোগপত্রে নাম থাকা তৃণমূলের অঞ্চল সভাপতি।
চলতি বছরের ডিসেম্বরেই বাংলায় সরকার পড়তে পারে। ২০২৪-এ ৯ অগাস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন করবে বিজেপি সরকার। ফের বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর।দিবাস্বপ্ন দেখছে, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।