আনন্দ লাইভ: ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের ১৪টি জেলা ক্ষতিগ্রস্ত, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

Continues below advertisement

সকালে ওড়িশার (Odisha) ধামড়ায় ল্যান্ডফলের পর পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা তছনছ করে ঝাড়খণ্ডের (Jharkhand) দিকে ঘূর্ণিঝড় ইয়াস। শক্তি কমার ফলে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারি বৃষ্টি হবে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও। এদিকে ঘূর্ণিঝড় ইয়াস তাণ্ডব চালিয়েছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বিস্তীর্ণ এলাকাতেও। বিদ্যাধরী নদীর জল ঢুকেছে বিস্তীর্ণ গ্রামে। ভেঙেছে বাঁধ। বাজার-হাট জলের তলায়। একেবারে ভয়াবহ পরিস্থিতি। অন্যদিকে ওড়িশার (Odisha) বালেশ্বরে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ইয়াস। ঝড়ের তাণ্ডব, প্রবল জলোচ্ছ্বাসের জেরে রাজ্যের ১৪টি জেলা ক্ষতিগ্রস্ত। ভরা কোটাল এবং একইসঙ্গে ঘূর্ণিঝড়ের দাপট, দুইয়ে মিলে বড়সড় ক্ষতি হয়েছে বাংলার, নবান্নে (Nabanna) জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram