Ananda Sakal (2): রেফার-রোগের অভিযোগ উঠল তিন-তিনটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে

Continues below advertisement

কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। ৯/১১ হামলার অন্যতম চক্রী ছিল জাওয়াহিরি। রবিবার সকাল সোয়া ৬টা নাগাদ কাবুলে জাওয়াহিরির গোপন ডেরায় রকেট হামলা চালায় মার্কিন ড্রোন। আল কায়দা প্রধান বারান্দায় এসে দাঁড়ানো মাত্র একসঙ্গে জোড়া হেলবয় মিসাইল ছোড়া হয়। ওসামা বিন লাদেনের পর জাওয়াহিরির হত্যা আল কায়দার পক্ষে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। আমেরিকার দাবি, এই ড্রোন হামলায় কোনও সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি। ৯/১১-র বদলা এতদিনে সম্পূর্ণ হল, মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের। মার্কিন ড্রোন হামলা আন্তর্জাতিক নীতির পরিপন্থী বলে সমালোচনা করেছে তালিবান।

দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় পঞ্চাশ কোটি টাকা কার? পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার গ্রেফতারির পর এক সপ্তাহ কেটে গেলেও, এখনও এই প্রশ্নের উত্তর মেলেনি। ED সূত্রে খবর, জেরায় অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেছেন, টালিগঞ্জ ও বেলঘরিয়ায় উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। যদিও পার্থ নাকি জেরায় বলেছেন, এই টাকা তাঁর নয়। পার্থ চট্টোপাধ্যায় দাবি করছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ।  দাবি সত্যি হলে, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র কে বা কারা করেছেন ? ৪৮ ঘন্টা পরে আজ ফের মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে পার্থ এবং অর্পিতাকে। তখন কি ফের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খুলতে পারেন পার্থ ? বাড়ছে জল্পনা।

রেফার-রোগের অভিযোগ উঠল তিন-তিনটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বাসিন্দা ৭৮ বছরের রঘুনন্দন মণ্ডলের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। গতকাল তাঁকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। পরিবারের অভিযোগ, সেখানে ICU না থাকায় চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বেড না পেয়ে এরপর রোগীকে এনআরএসে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেও জায়গা না পেয়ে রাত ৩টে নাগাদ মেডিক্যাল কলেজে আনা হয় রোগীকে। কিন্তু বেড না মেলায় এখনও জরুরি বিভাগেই রোগীকে শুইয়ে রাখা হয়েছে বলে পরিবারের অভিযোগ। কোনও হাসপাতালেরই প্রতিক্রিয়া মেলেনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram