Ananda Sakal (3): বাজিতপুরে ব্যবসায়ীকে পিটিয়ে মারার অভিযোগ, গ্রেফতার বিএসএফ জওয়ান-সহ ২

Continues below advertisement

ভবানীপুরে গুজরাতি দম্পতিকে খুনের কিনারা করল পুলিশ। গ্রেফতার ২। ধৃতরা শাহ দম্পতির পরিচিত বলে পুলিশের দাবি। তদন্তকারীদের সন্দেহ, জোড়া খুনের ঘটনায় ৩-৪ জন জড়িত থাকতে পারে। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ২ জনকে সনাক্ত করা হয়। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পর নিশ্চিত হয় পুলিশ। গতকাল ২ জনকে লালবাজারে এনে রাতভর জিজ্ঞাসাবাদে পর বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, গোটা পরিকল্পনার মাস্টারমাইন্ডের খোঁজ চলছে। এমনকি, খুনের কয়েকদিন আগে ভবানীপুরে শাহ দম্পতির বাড়িতেও এসেছিল মাস্টারমাইন্ড, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই জোড়া খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

প্রাথমিকে চাকরি বিক্রি হয় বলে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন CBI আধিকারিক উপেন বিশ্বাস যে অভিযোগে করেছেন, সেই অভিযোগে উল্লিখিত রঞ্জন কে? রহস্য ভেদ করতে এবার CBI’কেই দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট। বাগদার রঞ্জন বলে ব্যক্তিকে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই, নির্দেশ আদালতের।

 

উত্তর ২৪ পরগনার বাজিতপুরে ব্যবসায়ীকে পিটিয়ে মারার অভিযোগে বিএসএফ জওয়ান-সহ ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে বিএসএফ জওয়ান পলাশ মজুমদার ও তাঁর সঙ্গী কৌশিক দাসের মারধরেই ব্যবসায়ী রবীন্দ্রনাথ বিশ্বাসের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে বাগদার বাজিতপুর এলাকা। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ বাধে। মৃতদেহ উদ্ধারে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। আহত হন বাগদার এসডিপিও-সহ চার পুলিশ কর্মী। ওই ঘটনায় আগেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram