Ananda Sakal: সংঘাতের আবহে 'সৌজন্য' সাক্ষাৎ মমতা-শুভেন্দুর
সংঘাতের আবহে সৌজন্যের নজির বিধানসভায়। মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন আরও ৩ বিজেপি বিধায়ক। শুক্রবার বিধানসভার প্রথমার্ধের অধিবেশন শেষ হওয়ার পরে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিজের ঘরে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী।
অতিরিক্ত শূন্যপদের জন্য নির্দেশ এসেছিল শিক্ষামন্ত্রীর কাছ থেকে। তিনি আইনি পরামর্শ নেওয়ার কথাও বলেছিলেন। আইনজীবী ও অ্যাডভোকেট জেনারেল ও আইন দফতরের সঙ্গে কথা হয়।বেনামি আবেদন সংক্রান্ত মামলায় আদালতে এই দাবিই করলেন শিক্ষাসচিব মণীশ জৈন। মন্ত্রিসভায় সিদ্ধান্তের পরে শিক্ষাসচিবকে আইনি পরামর্শ নিতে বলেছিলাম। জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
Tags :
Mamata Banerjee Bangla News Bangla News Live Ananda Sakal Bengali News TMC ABP Ananda LIVE BJP Suvendu Adhikari ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News