RG Kar News: আর জি কর-কাণ্ডের এক মাসের মাথায় ফের 'রাত দখলের ডাক'

Continues below advertisement

ABP Ananda Live: আর জি কর-কাণ্ডের এক মাসের মাথায় ফের 'রাত দখলের ডাক'। ৯ অগাস্ট আর জি কর মেডিক্য়াল কলেজে কর্মরত তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। ১ মাসের মাথায় ৯ সেপ্টেম্বর (সোমবার) সুপ্রিম কোর্টে এই মামলার দ্বিতীয় শুনানি। এই আবহে শুনানির আগের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর রাতে নতুন কর্মসূচির ঘোষণা করা হল। নাম 'শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর'। ‘বিকল্প মানুষের ইতিবাচক সমন্বয়ক’ মঞ্চ গড়ার ডাক দিলেন ১৪ অগাস্টের রাত দখল কর্মসূচির আহ্বায়করা। কর্মসূচিতে পরামর্শদাতা হিসেবে থাকছেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন, বিশিষ্ট অর্থনীতিবিদ জঁ দ্রেজ, ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তীর মতো ব্যক্তিত্বরা।

আরও খবর, আর জি কর কাণ্ডকে হাতিয়ার করে এবার সুর চড়ালেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। বিজেপি শাসিত রাজ্যে একাধিক ধর্ষণ, খুনের মতো ঘটনায় দ্রুত বিচারের উল্লেখ করে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, মমতা দিদি, আমরা পদক্ষেপ চাই, শুধু কথা নয়। মহিলাদের সুরক্ষার জন্য পকসো ও অন্যান্য কড়া আইন রয়েছে, কিন্তু পুলিশের দ্রুত ও সঠিক পদক্ষেপের উপর নির্ভর করে তা কতটা কার্যকর হবে। মহিলা নিরাপত্তা মানুষের মৌলিক অধিকার, কোনও রাজনৈতিক ইস্যু নয়। আমাদের সকলকে তৎপরতা, স্বচ্ছতা এবং দায়িত্বপূর্ণভাবে কাজ করতে হবে। আর দেরি নয়, আর অজুহাত নয়, দায়িত্ব নিয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram