Ananda Sokal: কৃষ্ণনগরে ছাত্রী খুনের ঘটনায় সিবিআই চাইল পরিবার। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: কৃষ্ণনগরে পুলিশ সুপারের অফিসের খুব কাছ থেকে উদ্ধার হল তরুণীর দেহ। পরিবারের অভিযোগের ভিত্তিতে, তরুণীর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে প্রেমিকের বাবা-মাকেও। কৃষ্ণনগরের তরুণীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে পোস্ট। বান্ধবীর কাছেও যায় ভয়েস মেসেজ। আত্মহত্যা করলে দেহ বিবস্ত্র থাকবে কেন? আজ ময়নাতদন্ত।

 

আরও খবর, ঝোঁকেনি শিরদাঁড়া, প্রতিবাদ আঁকড়েই পুরসভায় তপোব্রত রায়। প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে গতকাল রেড রোডে আটক। প্রায় ৪ ঘণ্টা পর ময়দান থানা থেকে ছাড়তেই যান ধর্মতলার অনশনমঞ্চে। আজও 'উই ডিম্যান্ড জাস্টিস' লেখা ব্যাজ পরে গেলেন কলকাতা পুরসভায়। প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে তো অন্যায় কিছু করিনি: তপোব্রত রায়। আর জি কর-কাণ্ডের আন্দোলন কি এবার ব্রিগেড-মুখী? 'বিচারের দাবিতে গতকাল রাজ্য জুড়ে হয়েছে দ্রোহের কার্নিভাল' । কলকাতা থেকে জেলা, প্রতিবাদে গর্জে উঠেছে গোটা রাজ্য'। 'আমাদের এই অদলীয় আন্দোলন একদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দখল করবে' । চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবিতে হুঙ্কার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। দিল্লিতে বঙ্গ ভবনের সামনে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ । বঙ্গ ভবনের সামনে প্রতিবাদে দিল্লির বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram