Mamata Banerjee On DA: ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের আরও ৪% ডিএ, ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের আরও ৪% ডিএ। সরকারি কর্মী থেকে স্কুলের শিক্ষকদেরও ৪ শতাংশ ডিএ (DA)। বড়দিনের আগে মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মীদের জন্য আরও ডিএ । '৪ শতাংশ ডিএ-র জন্য ২ হাজার ৪০০ কোটি খরচ হবে'। উপকৃত হবেন প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মী: মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে রাজ্যের ১০% ডিএ, কেন্দ্রের সঙ্গে ফারাক ৩৬%। বর্ধিত ডিএ-র সুবিধে পাবেন পেনশনভোগীরাও: মুখ্যমন্ত্রী বকেয়ার দাবিতে লাগাতার আন্দোলনে সরকারি কর্মীরাও, আরও ৪% ডিএ। পে কমিশন থাকলেও, আমরা এটা বাড়তি দিই, দাবি মুখ্যমন্ত্রীর । এটা বাধ্যতামূলক নয়, অপশনাল, ডিএ-ঘোষণা করে ফের বললেন মুখ্যমন্ত্রী। ABP Ananda Live
Continues below advertisement